কবিতা

কর্তৃত্বের অপব্যবহার

-শামীম নিমু

বিবেকের সীমানায় ইলেকট্রিক কাঁটাতারের বেড়া।
নেমপ্লেটের গায়ে আঁকা নিষিদ্ধ সতর্কীকরণ, স্পর্শ করলেই নির্ঘাত মৃত্যু!
এরপরও কাঁটাতারের চারপাশে দাঁড়িয়ে রয়েছে শৃগাল আকৃতির কিছু রক্ষীবাহিনী!
নিস্তব্ধ চাঁদনী রাত-
তীক্ষ্ণ দক্ষিণা হাওয়া, বেগুনি মেঘের ভাজে উল্কাপাত, মাঝেমধ্যে অসহনীয় চিৎকার;
চারপাশে বিপুল দ্বীপপুঞ্জ, সাগরের কিনারায় মুক্তোর মতো জ্বলছে বালির রাজ্য।
দু ডানায় বালি সরিয়ে নির্ঘুম নীড়হারা ক্লান্ত পাখিরা সব হাঁটু গেড়ে বসে বসে কাঁদছে!
আরেক পাশে সীমাহীন বৃক্ষ, মাটিতে পাতা ঝরার পর পরেই করছে- বিকট গর্জন;
অপূর্ব রাতের হাওয়ায় নরম ঘাসের ডগায় দুলছে যেন শিশির কণা,
কিন্তু না! জ্বলছে- সতীত্ব হারানো অসংখ্য আঠালো ধাতু.!

Leave a Comment